কীর্তনখোলা নদীতে ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে স্পিডবোট যাত্রী নিহত, নিখোঁজ ৩

বরিশাল ব্যুরো
কীর্তনখোলা নদীতে ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে স্পিডবোট যাত্রী নিহত, নিখোঁজ ৩

বরিশালের কীর্তনখোলা নদীতে লেবারবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে স্পিডবোটের এক যাত্রী নিহত হয়েছেন। এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় স্পিডবোটের আরও অন্তত তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি এবং নৌপুলিশ যৌথভাবে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে একটি স্পিডবোট ভোলা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসতেছিল। পথিমধ্যে কড়াইতলা শাখা নদীর সম্মুখে কীর্তনখোলায় বিপরীত দিক থেকে ছুটে আসা লেবারবাহী একটি ট্রলারের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং আরও অন্তত তিনজন নিখোঁজ হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার ভোরের আকাশকে জানান, স্পিডবোর্টটি অন্তত ১০ জন যাত্রী নিয়ে বরিশাল ডিসিঘাটের উদ্দেশে আসতেছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় পতিত হয় এবং একজনের প্রাণবিয়োগের ঘটনা ঘটল। তবে অনেকে সাঁতরে উঠলেও এখন তিনজন নিখোঁজ আছেন।

ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে ছুটে যায়। একজন যাত্রীর লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। এবং নিখোঁজ তিনজনের সন্ধানে নদীর বিশাল এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’

 

ভোরের আকাশ/মি

মন্তব্য