ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

তাপমাত্রা ১২.৩°

পঞ্চগড় প্রতিনিধি
ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট ও প্রকৃতি। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও।

শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এ ছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও বিপাকে পড়েছেন। তারা সময়মতো কাজে যেতে পারছেন না।

রাজ্জাক নামে এক মোটরসাইকেল চালক বলেন, “কয়েকদিনের তুলনায় আজ খুব কুয়াশা পড়েছে। সাড়ে আটটার সময় মোটরসাইকেল নিয়ে বের হয়েছি, তারপরও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কথা হয় টুনিরহাট এলাকা থেকে আসা আরফিনা আক্তারের সঙ্গে। তিনি বলেন, “আমার শিশুর গত কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও বমি হচ্ছে। বাইরে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় বাবুকে হাসপাতালে ভর্তি করেছি।”

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, “আজ সকাল ৯টায় তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।”

 

ভোরের আকাশ/রন

মন্তব্য