বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বিগত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন এবং জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আগামী দিনে যে কমিটি আসবে সেই কমিটিতে তাদেরই মূল্যায়ন করবে জেলা বিএনপি। আমাদের ভাড়াটিয়া কর্মীর কোনো দরকার নেই। নিজের দলের নেতাকর্মীদের দিয়েই কমিটি করা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাড. শেরেনুর আলী, সেলিম আহমদ, নাদির আহমদ, রেজাউল হক, আকবর আলী, মুনাজ্জির হোসেন সুজন, মুকিত মিয়া, আনছার উদ্দিন, মো. ফারুক আহমদ, নুর আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা হাজী জালাল উদ্দিন, ইলিয়াছ মিয়া, লুৎফুর রহমান, সিরাজ মিয়া, ফরিদুর রহমান ফরিদ, সলিবনুর বাচ্চু, আমিনুর রশীদ আমিন, আওলাদ হোসেন, জিয়াউর রহমান, আবুল কাশেম নাইম, সামছুন নুর, ফখর উদ্দিন কনু শাহ, আব্দুল আউয়াল, ফজলু মিয়া, আসাদুজ্জামান আসাদ, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, তোফায়েল আহমদ, হারুনুর রশীদ, আঙ্গুর মিয়া, নাজমুল হোসেন, নুর ইসলাম, আব্দাল মিয়া, খলিলুর রহমান, জসীম উদ্দিন, গোলাম রব্বানী, মিজানুর রহমান, দিলদার চৌধুরী, জিল্লুর রহমান, শাহীনুর রহমান, জুসেল মিয়া, জুনু মিয়া, লিটন মিয়া, বকুল মিয়া, নুরুল আমিন খান হিরণ, রেজাউল করিম রাজু, এনামুল হক, বাবুল মিয়া, ময়না মিয়া, আ. মমিন, জুয়েল রানা, ইমরুল কায়েস, মহিবুর রহমান, আ. হান্নান, শফিক মিয়া, জেলা মোটর চালক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা কৃষকদল নেতা ফারুক আহমদ, অজিত দাশ, মুজাহিদ আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর, আব্দুল কাদির জিলানী, মনোয়ার হোসেন মিন্টু, যুবদল নেতা আ. মজিদ, ফরিদ আহমদ, মুনসুর আহমদ, ফরিদ গাজী, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, যুবদল নেতা শহীদুল ইসলাম, আবু জাফর, হুমায়ুন, মুহিবুর রহমান, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, শ্যামল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হোসাইন আহমদ, উপজেলা উলামাদলের সভাপতি সজিব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, সৈয়দ আলম, কৃষকদল নেতা মাহবুব আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য লিটন মিয়া, মানসুর আহমদ, ইমরান, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাগর আহমদ, উপজেলা প্রজন্ম দল নেতা রুমান আহমদসহ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য