আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন

মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর এলাকা হবে জনতার—এই স্লোগানকে সামনে রেখে "আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪" পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন হয়েছে। মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্সের সহযোগিতায় উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল। টুর্নামেন্ট উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি মোঃ আসলাম শেখ, সহ মধ্যরাস্তা যুব সংঘের নেতৃবৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনায় ওয়ান্ডার্স ক্লাব পিরোজপুর। উক্ত টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছে।

দলগুলো হলো:১. শরণখোলা ফুটবল একাডেমি, বাগেরহাট২. নূরনবী ফুটবল একাডেমি, ঝালকাঠি৩. ভান্ডারিয়া একাদশ৪. জিয়ানগর একাদশ৫. নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব, পিরোজপুর৬. নাজিরপুর ক্রীড়া একাডেমি৭. উদয়কাঠি যুব সংঘ৮. ডেউয়াতলা ফুটবল একাডেমি, বরগুনা

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শরণখোলা ফুটবল একাডেমি, বাগেরহাট এবং নূরনবী ফুটবল একাডেমি, ঝালকাঠি।

আয়োজক কমিটির প্রধান মোঃ আসলাম শেখ বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর এলাকা হবে জনতার”—এটা বদিউজ্জামান শেখ রুবেলের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আমরা এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। মাদকমুক্ত যুব সমাজ গড়তে যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। আমরা সকলে মিলে সেই চেষ্টাই আজকের এই আয়োজন।”

 

ভোরের আকাশ/রন

মন্তব্য