ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বিলোনিয়া সীমান্তে এসে বাংলাদেশকে কটাক্ষ করে উগ্র হিন্দুত্ববাদীদের বক্তব্যের প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে আয়োজিত মশাল মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি খেজুর চত্বর, বড় মসজিদ ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে'ভারতীয় আগ্রাসন, চলবে না চলবে না','সিকিম আর বাংলাদেশ, এক না এক না','ত্রিপুরা না ফেনী? ফেনী ফেনী','ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান','আগ্রাসন যেখানে, লড়াই চলবে সেখানে'- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খুরশিদ রহমান সূর্য, ইউনিটি ব্লাড সেন্টারের সভাপতি শাখাওয়াত হোসেন রনি, ফেনী ফুড অ্যান্ড ব্লাড ব্যাংকিংয়ের সভাপতি এস'বি প্রিয়, ফ্রেন্ড সার্কেল সোসাইটির সভাপতি মো. রুবেল তারেক, অনুসন্ধান ব্লাড ব্যাংকের সাবেক সভাপতি জেবল হক, এম কে ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. সাঈদ, লস্করহাট ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সুমন, সিন্দুরপুর শান্তি সংঘের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাতুল প্রমুখ।
ভোরের আকাশ/রন
মন্তব্য