ফেনীতে অনুর্ধ্ব-১৫ এর ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে অনুর্ধ্ব-১৫ এর ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফেনীতে বালক অনুর্ধ্ব-১৫ এর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (এনডিসি) মো: আলাউদ্দিন,জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মো: ইকবাল কাজিম রাসেল। অনুষ্ঠানে বক্তারা বলেন,ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হওয়া উচিত। তারা বলেন,খেলাধুলা করলে শরীর গঠন মজবুত হয় এবং মোবাইলের প্রতি আসক্তি কমে।

উল্লেখ যে,ফুটবল প্রতিযোগিতায় বাফুফে গ্রাসরুট জোন ফেনী সদর,গ্রাসরুট জোন দাগনভূঁঞা,ফুটবল একাডেমী ফেনী ও ফুটবল একাডেমী সোনাগাজী দল অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বাফুফে গ্রাসরুট জোন ফেনী সদর দল ৩-১ গোলে গ্রাসরুট জোন দাগনভূঁঞা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গ্রাসরুট জোন ফেনী সদর দলের গোলকিপার মারুফ হোসেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য