ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার (৭ ডিসেম্বর) ভোররাত পৌনে ৩টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মেঘনা নদীর দক্ষিণ পাড়ের এক পরিত্যক্ত ব্রিকস ফিল্ডের উত্তরপূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. হুমায়ূন (৪৫), মুছা মিয়া (৪৪), এবং মো. হাসেম মিয়া (৪২)। হুমায়ূন ও মুছা মিয়া দুর্গাপুর গ্রামের এবং হাসেম মিয়া বাহাদুর গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, খবর আসে দুর্গাপুরের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে হুমায়ুন কবীর রানার পরিত্যক্ত ব্রিকস ফিল্ডের উত্তরপূর্ব পাশে একদল ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এরপর শনিবার ভোররাত পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের অভিযান পরিচালিত হয় এবং মুছা মিয়া, হুমায়ূন ও হাসেম নামের তিন ডাকাতকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি কাঠের হাতলযুক্ত পুরোনো রিভলভার, তিনটি রিভলভারের বুলেট, দুটি রামদা, তিনটি ছোরা, একটি চাপাতি এবং একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল তাদের কাছ থেকে জব্দ করা হয়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। তিনজন ডাকাতকে আটক করা হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য