সংবাদ সম্মেলন

স্বেচ্ছাসেবক দলের নেতার উপর নিষ্ঠুর হামলার প্রতিবাদ

পিরোজপুর প্রতিনিধি
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর নিষ্ঠুর হামলার প্রতিবাদ

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক স্বেচ্ছাসেবক দলের নেতা মো. হানিফ শেখ ও তাঁর পরিবারের উপর নিষ্ঠুর হামলা ও অত্যাচারের প্রতিবাদ, সুষ্ঠু বিচার এবং সুচিকিৎসার দাবিতে রবিবার দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ অক্টোবর ২০১৪ সালে ফজরের নামাজের পরে হালকা নাস্তা শেষে ধান মাড়াই করার একটি মেশিন ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বাগেরহাটের দিকে রওনা হলে, পশ্চিম ছোট বুইচাকাঠি কুদির বাড়ির ব্রিজ পর্যন্ত পৌঁছানোর পর, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনীর প্রধান নেতা তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বেশ কিছু নেতা-কর্মী মো. হানিফ শেখকে জিআই পাইপ, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। পরে তাঁকে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

পরবর্তীতে পথচারীরা তাঁকে নাজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর তিনি বাড়ি ফেরেন। বর্তমানে হানিফ শেখ কোনো কাজকর্ম করতে পারেন না এবং প্রায়শই চিকিৎসা নিতে হয়।

তাই ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচারের জন্য জোর দাবি জানিয়েছেন। সেই সঙ্গে মো. হানিফ শেখের সুচিকিৎসার নিশ্চয়তারও দাবি জানিয়েছেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য