গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান।
তিনি জানান, রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকায় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিপনকে নিয়ে আসার জন্য পলাশবাড়ী থানা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
ভোরের আকাশ/রন
মন্তব্য