গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শাহানুর রহমান নামের এক ব্যক্তি পৃথক দুটি রাজনৈতিক দলে দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে। তার এই সুবিধাবাদী কর্মকাণ্ডে উভয় রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের মফিজল হকের ছেলে শাহানুর রহমান ২০২০ সালে কৃষক লীগের ৬ নম্বর ওয়ার্ড শাখায় ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার এক পর্যায়ে, ২০২৩ সালে একই ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড শাখায় সাংগঠনিক সম্পাদক পদে যুক্ত হন। এরপর থেকে বিভিন্ন ধর্মীয় সভার পোস্টারে তার দলীয় পরিচয়ে নাম যুক্ত দেখা গেছে।
এদিকে শাহানুর রহমান একইসাথে জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার কৃষক লীগ ও বিএনপিতে দায়িত্ব পালনের কারণে এসব রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। অপরদিকে, এই সুবিধাবাদী শাহানুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন অনেকে।
ভোরের আকাশ/রন
মন্তব্য