ফেনীর পরশুরামে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে 'আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক'—এই স্লোগানকে সামনে রেখে ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক পরশুরাম শাখার এফএভিপি ও হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ নাজিম উদ্দিন।
পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান এবং ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের প্রিন্সিপাল অফিসার ও আরডিএস জোন অফিসার মো. মনিরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মসূচিতে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে ২০২৩ সালের শ্রেষ্ঠ কেন্দ্র লিডারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অংশগ্রহণে কুটির শিল্প ও নকশী কাঁথার প্রদর্শনী করা হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য