বরিশাল

দুই দিনব্যাপী প্রাণিবিদ্যা অলিম্পিয়াড ২০২৪ এর উদ্বোধন

বরিশাল ব্যুরো
দুই দিনব্যাপী প্রাণিবিদ্যা অলিম্পিয়াড ২০২৪ এর উদ্বোধন

এবারের স্লোগান "নিরাপদ পানি - সুরক্ষিত ভবিষ্যৎ" এই প্রতিবাদ্য নিয়ে আজ বেলা ১২:০০ টায় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির উদ্যোগে প্রাণিবিদ্যা অলিম্পিয়াড, বরিশাল অঞ্চলের বাছাইপর্বের উদ্বোধন করা হয়েছে। প্রাণিবিদ্যা অলিম্পিয়াড বাছাইপর্বে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 'ক' গ্রুপ এবং স্নাতক ও স্নাতকোত্তর 'খ' গ্রুপে বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, বলে জানান কর্তৃপক্ষ।

বিএম কলেজ শিক্ষক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ ডা. শেখ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান, বরিশাল শিক্ষা বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান, উপাধ্যক্ষ, সৈয়দ হাতেম আলী কলেজ, প্রফেসর মোঃ মতিয়ার রহমান, বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, বিএম কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য