ভারতীয় আগ্রাসন, বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভোরের আকাশ প্রতিবেদক
ভারতীয় আগ্রাসন, বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভারতীয় আগ্রাসন, বাংলাদেশ দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর আওতাধীন সূত্রাপুর থানা শাখার উদ্যোগে গতকাল একটি বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়। সমাবেশটি ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) থেকে শুরু হয়ে কাঠেরপুল ইসকন মন্দির পর্যন্ত পৌঁছায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস। তিনি বলেন, "জাতীয় পতাকা আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। এই পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ দূতাবাসে হামলা আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান। আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ন্যায়সঙ্গত প্রতিবাদ করব।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব বাবু সুভাষ চন্দ্র দাস , বিএনপির আহবায় কমিটির সদস্য জনাব আখতার হোসেন , নাসিমুল গনি ও যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান।

প্রধান অতিথি আরো বলেন, "আমাদের একতার মাধ্যমে এই ধরনের আগ্রাসন ও অপমানের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায়-অধিকার রক্ষায় আমাদের সজাগ থাকতে হবে।"

সূত্রাপুর থানার সম্মানিত সভাপতি উত্তম দাসের সভাপতিত্বে ও সম্পাদক রিপন দাসের সঞ্চালনায় সমাবেশ শেষে পদযাত্রাটি কাঠেরপুল ইসকন মন্দিরে পৌঁছালে সমাপ্তি ঘোষণা করা হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল নাগরিকের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।

বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ভোরের আকাশ/মি

 

মন্তব্য