জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোর রাতে কামরাবাদ শ্মশান কালী মন্দিরে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে সাতটি প্রতিমা ক্ষতিগ্রস্ত করে। একই সময়ে প্রতিমাগুলোর গায়ে থাকা সোনার গহনা চুরি করে নিয়ে যায়।
মন্দির পরিচালনা পর্ষদ ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার কামরাবাদ এলাকায় অবস্থিত শ্মশান কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে মন্দিরের ফটকে তালা লাগিয়ে ভক্তরা চলে যান। শুক্রবার ভোরে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শীতলা, মহাকালী, কালী, মহাদেব, ডাকিনী, ঢুকিনি ও স্বর্ণ দেবতার প্রতিমাগুলো ভাঙচুর করে। পরে প্রতিমার গায়ে থাকা সোনার গহনা নিয়ে পালিয়ে যায়।
ঐদিন সকাল আটটার দিকে মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পুরোহিত লাল চন্দ্র বর্মণ মন্দিরের ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে মন্দিরে ভক্তরা উপস্থিত হতে থাকেন।
ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, এ ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এমন ধর্মীয় স্থাপনায় ভাঙচুর ও চুরির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য