শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে শহরের পুরাতন শহীদ মিনারে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময়ে মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য