শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিরাজগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং ছাত্র সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য