সাভার

হানাদার মুক্ত দিবস

টিটোর সমাধিতে আশুলিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

সাভার (ঢাকা) প্রতিনিধি
হানাদার মুক্ত দিবস

১৪ ডিসেম্বর সাভার হানাদার মুক্ত দিবস। এ দিনে বাঙালি হারিয়েছিল শহীদ বীর কিশোর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুকে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আশুলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় অবস্থিত টিটোর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া প্রেসক্লাবের সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ টিটোর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ খোকা চৌধুরী, সদস্য সচিব সোহেল রানা, এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় সদস্য সচিব সোহেল রানা বলেন, "সাভারের বীর কিশোর মুক্তিযোদ্ধা শহীদ গোলাম দস্তগীর টিটোর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। এই বীরের অবদান আমরা কখনো ভুলতে পারব না। সাভারকে হানাদার মুক্ত করতে তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয়।"

শহীদ গোলাম দস্তগীর টিটোর সহযোদ্ধাদের কাছ থেকে জানা যায়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকালে এক ব্যক্তি সাইকেলে করে মুক্তিযোদ্ধাদের খবর দেন যে গাজীপুর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে। কমান্ডারের নির্দেশে সেদিন মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে রুখতে রওনা দেন।

যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা জানান, গোলাম দস্তগীর টিটো সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে সামনে এগিয়ে যান এবং পাকবাহিনীর গুলিতে শহীদ হন। এরপরেও যুদ্ধ চালিয়ে যান মুক্তিযোদ্ধারা। ওই যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা আহত হন, আর হানাদার বাহিনীর তিনজন পাকিস্তানি সেনা নিহত হয়। পরাজিত হয়ে পিছু হটে পাকবাহিনী। পরবর্তীতে সাভারকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।

সাভার হানাদার মুক্ত দিবসে শহীদ টিটোর আত্মত্যাগ আজও মুক্তিযুদ্ধের চেতনায় প্রেরণা যোগায়।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য