জামালপুর শহরস্থ বনপাড়া শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দয়াময়ী মোড় থেকে একটি র্যালি নিয়ে শহরস্থ ফেরিঘাটের শ্মশান ঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রায় সাড়ে ৪শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক প্রদানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন নেতৃত্ব দেন। এ সময় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, জেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান সজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর যারা পাকিস্তানি হানাদারদের হাতে নির্মমভাবে শহিদ হয়েছিলেন তাদের আত্মার জন্য শান্তি কামনা করা হয়। বিকেল ৩টার দিকে জামালপুর শহর বিএনপির উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহরস্থ দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য