ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফেনীতে বালক অনুর্ধ্ব-১৬ এর ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, যারা খেলাধুলা করে তারা মাদক থেকে দূরে থাকে।পড়ালেখার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায়ও মনোযোগী হওয়া উচিত।
তিনি বলেন, খেলাধুলা করলে শরীর গঠন মজবুত হয় এবং মোবাইলের প্রতি আসক্তি কমে। মোবাইলে গেমস না খেলে মাঠে খেলাধুলা করে নিজেকে বিকশিত করতে হবে। ভালো ক্রিকেট খেলে দেশের জন্য সুনাম অর্জন করতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (এনডিসি) মো. আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।
উল্লেখ যে, দুই দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় লাল, সবুজ, হলুদ ও নীল দল নামে চারটি দল অংশগ্রহণ করেন। শনিবার প্রতিযোগিতার ফাইনাল খেলায় সবুজ দল লাল দলকে পাঁচ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সবুজ দলের সাদমান ১৩ রানে তিন উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য