ফেনীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন ছিল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ফেনী সরকারি কলেজ চত্বরের শহীদ মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান।দেশের জন্য তাঁদের অবদান এক কথায় অপরিশীম।বুদ্ধিজীবীরা আজ বেঁচে থাকলে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যেতো। জাতির সূর্য সন্তানরা যে স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়ন করতে পারলেই তাদের আত্মা শান্তি পাবে।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন।সভায় মুক্তিযোদ্ধা,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক,আইনজীবি,শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য