ফুলগাজী সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

ফেনী প্রতিনিধি
ফুলগাজী সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। প্রধান আলোচক ছিলেন বেগম খালেদা জিয়া মহিলা কলেজের প্রভাষক জিল্লুর রহমান।

ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী আবদুল আলীম বাবুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল কবির, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিব চৌধুরী, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল হক হৃদয়, সাধারণ সম্পাদক আশিকুর হোসাইন পাটোয়ারী রাহী, দরবারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ মজুমদার, সাধারণ সম্পাদক সালমান ইসলাম, জিএমহাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম, কলেজ ছাত্রদল নেতা জয়, জেরিফ, নাদিম, আশিক, সাফাত প্রমুখ।

ভোরের আকাশ/ সু

মন্তব্য