সামাজিক শক্তিই পারে সকল ষড়যন্ত্র নশ্যাত করতে: জামালপুরে রেঞ্জ ডিআইজি

জামালপুর প্রতিনিধি
সামাজিক শক্তিই পারে সকল ষড়যন্ত্র নশ্যাত করতে: জামালপুরে রেঞ্জ ডিআইজি

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে যে কোন ধরণের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে লক্ষে জেলা পুলিশ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জ ড. মো. আশরাফুর রহমান বলেন, আমাদের রক্তের সাথে চেতনার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস মিশে আছে আনন্দ বেদনায়। খুবই গুরুত্বপূর্ণ দিবসটিকে সামনে রেখে পতিত সরকার ও তাদের দোসররা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে। সেই পরাজিত শক্তি যারা মানুষের অধিকার বঞ্চনা, খুন, গুম, শোষণ প্রক্রিয়া শেষে এখন পালিয়েছে। যারা এখন নাশকতাসহ দেশবিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য নানা তৎপরতার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এক হয়ে কাজ করলে তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে সকল ষড়যন্ত্র নশ্যাত করবো।

জামালপুর জেলা পুলিশের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, জামালপুর বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল হাসান, র‌্যাব অধিনায়ক লেঃ কর্ণেল আমিনুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন হাসান, জামালপুর সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. ইকবাল হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাংস্কৃতিক সম্পাদক হামিদুর রহমান, জেলা ছাত্র শিবির নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণি, পেশার অর্ধশতাধীক প্রতিনিধি অংশ নেন।

সভায় জেলা প্রশাসক হাছিনা বেগম জামালপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন দূর্গা পুজার মতো আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল করবো।

ভোরের আকাশ/ সু

মন্তব্য