পিরোজপুরের নাজিরপুরে ৫ দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৪ এর সমাপনী ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পুরীটি উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং ৫ম উপজেলা স্কাউট সমাবেশটি সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে একযোগে আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব অরূপ রতন সিংহ, উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতি, বাংলাদেশ স্কাউটস, নাজিরপুর উপজেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউট কমিশনার জনাব বিশ্বজিৎ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস, নাজিরপুর, মোঃ মাহিদুল ইসলাম, এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী কমিশনার মামুনুর রহমান হাওলাদার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন চিফ স্কাউটার অধীর রঞ্জন মন্ডল (এএলটি)। স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ হাসান সর্দ্দার, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, নাজিরপুর। এছাড়াও অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিট লিডারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং স্কাউট সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য