গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সকাল ১০টা ১ মিনিটে বরিশাল নগরীর তিশ গোডাউন বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান, জাকারিয়া, তন্ময়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শহীদ বুদ্ধিজীবীদের অবদানকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সবাই তাদের প্রতি কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য