নারীদের স্বনির্ভর ও দক্ষ করে তোলার লক্ষ্যে নোয়াখালীতে বিউটি পার্লার অ্যাসোসিয়েশন অফ নোয়াখালী-এর নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১১টায় শহরের মাইজদি গ্রিন হলে ফারহান, ওনার অফ বিউটি লিংকের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা নাইমুল হক, উপদেষ্টা অলি আহাদ, এবং শাহ্ পরান বিউটি লিংকের স্বত্বাধিকারী মো. শাহ্ পরান।
অনুষ্ঠানে ফেন্সি বিউটি মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর স্বত্বাধিকারী ফেন্সি হুমাইরাকে সভাপতি এবং শখ বিউটি পার্লার-এর মারজাহান আক্তারকে সেক্রেটারি করে সাত সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- সহ-সভাপতি: জান্নাতুল ফেরদৌস অপরূপা
- অর্থ সম্পাদক: নাছরীন মুন্না (ফেমাস বিউটি পার্লার)
- প্রচার সম্পাদক: তুলি আক্তার (তুলি বিউটি পার্লার)
- সাংগঠনিক সম্পাদক: আনিকা শাম্মি (বিউটি গার্ডেন পার্লার)
অনুষ্ঠানের আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে জেলার ১৫০টি পার্লারের বিউটিশিয়ানরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য