টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুর তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা উদযাপন করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোঃ আতিক, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।
এছাড়াও জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ক্যামেরা জার্নালিস্টদের পেশাগত জীবনের চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা উল্লেখ করেন, সংবাদ সংগ্রহে ক্যামেরা জার্নালিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। টেলিভিশন কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের জন্য সহায়তার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। নতুন কমিটিতে এনটিভির ক্যামেরা জার্নালিস্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিস্ট বেলাল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
- সহ-সভাপতি: সময় টিভির আবুল কালাম আজাদ
- যুগ্ম সাধারণ সম্পাদক: এটিএন বাংলা ও এটিএন নিউজের আল-আমিন
- সাংগঠনিক সম্পাদক: ডিবিসি নিউজের মাশফি আকন্দ
- কোষাধ্যক্ষ: ইনডিপেন্ডেন্ট টিভির শাওন মোল্লা
- দপ্তর সম্পাদক: মাছরাঙ্গা টিভির মোঃ মাসুম মিয়া
- সাহিত্য ও ক্রীড়া সম্পাদক: বাংলা টিভির তৌফিকুল ইসলাম তুর্জ
- কার্যনির্বাহী সদস্য: আরটিভির মোঃ মাসুদ রানা, মাইটিভির রাজু মোল্লা ও একাত্তর টিভির মোঃ লিটন মিয়া বাবু
সাধারণ সদস্যদের মধ্যে আছেন নাগরিক টিভির রবিউল ইসলাম নিশাত, এসএ টিভির সোহেল রানা, এখন টিভির মাহিম আহমেদ, গ্লোবাল টিভির মোঃ মজিদ ও রূপসী বাংলা টিভির রাসেদুল ইসলাম সম্রাট।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য