১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এবি সিলেট নাট্যগ্রুপ এবং দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে এই দুইটি সংগঠন।
অনুষ্ঠানটি এবি সিলেট নাট্যগ্রুপের সভাপতি মো. আবুল বশরের সভাপতিত্বে এবং শালিল আহমদ কয়েছের সঞ্চালনায় পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়সাল আহমদ জসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ উসমানী এবং বিশিষ্ট গীতিকার আছাব আলী।
সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন দেলোয়ার হোসেন খান, সনজিত কান্তি দেব, লিয়াকত হোসেন, প্রদীপ মালাকার, ইয়াসিন আহমেদ কবির, সোহেল রানা এবং শারমিন মুসকান। এছাড়াও বাউল শিল্পী কবির উদ্দিন ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আরিফ আদনান ও শিউলি আক্তারের নাম উল্লেখযোগ্য।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে আমাদের এক অভিন্ন জায়গা হলো মুক্তিযুদ্ধ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সংবর্ধিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এবি সিলেট নাট্যগ্রুপ এবং দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এই কার্যক্রম পরিচালনা করেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য