সাতক্ষীরা

ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে মাধবকাটি এলাকার ছয়ঘরিয়া ওহাব বিডিআরের মৎস্য ঘেরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা যশোরগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

নিহতদের মধ্যে জয় (২০), সাতক্ষীরা মুনজিতপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে, এবং শিহাবুজ্জামান (২২), একই উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

এলাকাবাসীর সহায়তায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য