গাইবান্ধাসহ সারা দেশে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের ভর্তির তালিকায় এক বালকের নাম উঠে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফলাফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। প্রকাশিত তালিকায় দেখা যায়, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় মো. মোস্তাফিজুর রহমান নামে এক বালকের নাম স্থান পেয়েছে।
এ নিয়ে ফেসবুকে তাজরুল ইসলাম নামের এক যুবক পোস্ট করেন, "গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ২০২৫ এর প্রথম রেজাল্ট সিটে ৩০ নম্বর সিরিয়ালে মোস্তাফিজুর রহমান নামে একটি ছেলের নাম এসেছে কেন? প্রশাসনিক কর্মকর্তারা কী করছেন? কেন এমন অসংগতি? দায়িত্বে অবহেলা কার?"
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, তালিকায় ছেলের নাম দেখে তিনিও অবাক হয়েছেন। কীভাবে এমনটি ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। তবে ভুলক্রমে এ ঘটনা ঘটতে পারে। এমন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য