গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি বসতবাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাসেল মিয়ার বসতবাড়ি থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত রাসেল মিয়া গাইবান্ধার গোবিন্দপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাসেল মিয়ার বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে।”
ভোরের আকাশ/রন
মন্তব্য