ফেনী জেলা পুলিশের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মান জানানো হয়। তাঁরা মুক্তিযুদ্ধকালীন তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন, যা উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও দেশপ্রেমের অনুপ্রেরণা জাগ্রত করে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রত্যেক পুলিশ বীর মুক্তিযোদ্ধার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং দেশের যেকোনো প্রান্তে তাদের যেকোনো প্রয়োজন মেটাতে আইনগত সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, যা সংবর্ধনাকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
ভোরের আকাশ/রন
মন্তব্য