জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মহসিন (শাহীন), তজুমদ্দিন, ভোলা
মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে তজুমদ্দিন উপজেলার শম্ভূপুর ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ পাটোয়ারী। এছাড়া যুবদল নেতা মমিন পাটোয়ারী, ছাত্রদলের সহ-সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক রুবেল রাজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাশেদসহ উপজেলা নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা মেজর হাফিজ উদ্দিন আহমেদের হাতকে আরও শক্তিশালী করার জন্য উপজেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা থেকে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন জিয়া মঞ্চ ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন (শাহীন)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় শম্ভূপুর ইউনিয়নের তৃণমূল বিএনপি নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য