সব দল অংশগ্রহণ করবে আগামী নির্বাচনে

- নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

রংপুর প্রতিনিধি
সব দল অংশগ্রহণ করবে আগামী নির্বাচনে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণের সুযোগ পাবে। এখানে কোনো দলকে বাদ দেওয়ার কোনো প্রক্রিয়া চলছে না এবং আওয়ামী লীগের অংশগ্রহণেও কোনো বাধা নেই। নির্বাচন কমিশন সংস্কারের উদ্যোগ থেকে কোনো রকম বাধা সৃষ্টি করা হচ্ছে না। বরং সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

তিনি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, "আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেওয়া হবে। এরপর এই প্রস্তাবনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবে।"

তিনি আশ্বাস দেন, নির্বাচনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বস্ততা ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, যাতে সাধারণ ভোটাররা কোনোভাবেই আস্থা হারিয়ে না ফেলেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য