আশুলিয়া প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়া প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আশুলিয়া প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুরে প্রেসক্লাব চত্বরে নির্মাণ কাজের উদ্বোধন করেন আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ খোকা চৌধুরী ,সদস্য সচিব সোহেল রানা সহ আশুলিয়া প্রেস ক্লাবের অনান্য সদস্যবৃন্দ।

আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ লোকমান হোসেন চৌধুরী খোকা বলেন সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

সদস্য সচিব সোহেল রানা বলেন আলহামদুলিল্লাহ আমি প্রথমে মহান আল্লাহর প্রশংসা ও তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এখানে আপনারা দেখেছেন দীর্ঘদিনের পুরানো একটি ময়লার ভাগাড় সময়ের পরিক্রমায় অন্তত এই এলাকায় ও যাতায়ত রত মানুষকে ‘নরক যন্ত্রণায় পর্যবসিত করেছে ।আমরা সেইটা পরিষ্কার করে সাধারণ মানুষকে তাদের সুন্দর পরিবেশ উপহার দিয়েছি ।এবং আমরা এই স্থানে আমাদের প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের মধ্যেদিয়ে যাত্রা শুরুকরেছি ।

সাংবাদিকবৃন্দ ও সাধারণ মানুষ আমাদেরকে নানাভাবে সহযোগিতা করায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।দেশের স্বার্থে সাংবাদিকতা এটা আমাদের আশুলিয়া প্রেসক্লাবে স্লোগান।এই ক্লাবের সকল সদস্যবৃন্দ এই এলাকার মানুষের আস্থার প্রতীক হবে ইনশাআল্লাহ।গণমাধ্যমকর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ব্যপারে আমরা দৃর প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় আরও উপস্থিত ছিলেন,বার্তা বাজার .কম এর বিশেষ প্রতিনিধি আল-মামুন খান,দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান রুবেল,দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রাউফুর রহমান পরাগ, এখন টেলিভিশনের হুমায়ন কবির, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ওবায়দুর রহমান লিটন, দৈনিক ট্রাইবুনাল এর স্টাফ রিপোর্টার সোহেল রানা জয়, দৈনিক জাগোজনতা সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী খান,দৈনিক বাংলাদেশ পোস্ট ফায়জুল ইসলাম,, দৈনিক শ্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইয়াছিন, দৈনিক আমার সংবাদ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হাসান ভূইয়া, দৈনিক মনিং পোস্ট এর সাভার প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাগর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,নিজ অর্থায়নে ভবন নির্মাণ কাজ শুরু হয়।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য