সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আ: বারিক (৬৫) নামে এক বিএনপি কর্মিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বহুলি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল বারিক সদর উপজেলার বহুলি গ্রামের মৃত হাজি আব্দুর রহমানের ছেলে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, সদর উপজেলার বহুলি গ্রামের বিএনপি কর্মি আব্দুল বারিকের সাথে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের নুরবনী গ্রুপের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি বারিকের ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহ্বায়ক শফিকুল ইসলাম থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ওঠে নুরবনী ও তার সহযোগিরা। বৃহস্পতিবার রাতে বহুলি বাজারের পাশে আ: বারীকের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা নেওয়ার পথে বারীক মারা যায়। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/মি
মন্তব্য