ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করতে উন্নতমানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস। সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম হালিশহর ওয়াপদা কার্যালয়ে। উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভায় সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস এর ব্যাবস্হাপনা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোশাররফ হোসেন। এই সময় স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক মাদানী।
উদ্ভোধক এর বক্তব্য রাখেন আল জামিয়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইয়াতামা ফিরোজ শাহ বড় মাদরাসার পরিচালক হযরত মাওলানা আল্লামা শেখ তাজুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন লেকভিউ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন মাহদী, এতে আরো আলোচনা করেন মাওলানা আশ্রাফ উল্লাহ সন্দ্বীপী, সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলসের মুয়াল্লিম মুফতি আহসান উল্লাহ, মাওলানা মনিরুল আলম রুমি, মাওলানা আব্দুল খালেক রাইয়ান, মাওলানা ফয়সাল, মাওলানা শামীম খান, মোঃ বেলাল হোসেন প্রমুখ।
এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্জ ওমর ফারুক মাদানী বলেন, এই বছর ২৬ জানুয়ারি ২০২৫ পবিত্র উমরাহ পালনে আলেম, মসজিদের ইমাম খতিবদের জন্য যারা উমরাহ হজ্জপালনে বিশেষ ছাড়ের ব্যাবস্হ থাকবে। এ ছাড়াও বাংলাদেশ থেক হজ্জ উমরাহ ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকিটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা দেওয়া হবে। পৃথিবীর যেকোনো প্রান্তে। পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ তাজুল ইসলাম।
ভোরের আকাশ/মি
মন্তব্য