পিরোজপুর

সাবেক সাংসদ গাজী নুরুজ্জামান বাবুলের স্মরণ সভা অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি
সাবেক সাংসদ গাজী নুরুজ্জামান বাবুলের স্মরণ সভা অনুষ্ঠান

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের স্মরণে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি আরিফ মোস্তফার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় গাজী নুরুজ্জামান বাবুলের কর্মময় জীবনের ওপর বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব, জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মনির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা শামছুদ্দোহা মিলন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র পুত্র গাজী কামরুজ্জামান শুভ্র।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল খালেক।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য