সাহায্যের আবেদন

লিখন হাঁটতে চায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
লিখন হাঁটতে চায়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাসিন্দা আবদুল ওয়াহাবের সন্তান লাবিদ-আল লিখন। বয়স ১৪ বছর হলেও সে পড়ছে চতুর্থ শ্রেণিতে। কারণ, জন্ম থেকেই লিখন অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা (হাড় ভঙ্গুর) রোগে আক্রান্ত। এর ফলে শরীরের হাড়গুলো শক্ত না হওয়ায় সে হাঁটতে পারে না। আবদুল ওয়াহাব জানিয়েছেন, এখন পর্যন্ত লিখনের হাত ও পায়ের হাড় ভেঙেছে অন্তত ৩৭ বার। ২০১৪ সাল থেকে তার চিকিৎসা চলছে।

ইতিমধ্যে লিখনের হাত ও পায়ে অস্ত্রোপচার করে ৬টি টেলিস্কোপিক নেইল বসানো হয়েছে। এগুলো প্রতি ৩ বছর পরপর প্রতিস্থাপন করতে হয়। সম্প্রতি তৃতীয়বারের মতো রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে নেইলগুলো প্রতিস্থাপন করা হয়।

লিখনের বাবা ঢাকায় একটি জাতীয় দৈনিকে অফিস সহায়ক হিসেবে কর্মরত। তিনি জানান, ছেলের চিকিৎসা চলমান রাখতে যে পরিমাণ অর্থ জোগান দিতে হচ্ছে, তা তিনি জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় আবদুল ওয়াহাব সমাজের হৃদয়বান মানুষের কাছে অর্থসহায়তা কামনা করছেন।

লিখনকে সহায়তা পাঠানোর ঠিকানা:১. সাউথইস্ট ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা, আবদুল ওয়াহাব, অ্যাকাউন্ট নম্বর: ০০৪৫১২১০০০০০৩১৫২. বিকাশ নম্বর: ০১৯১৭-৫৮৯৮৬৮৩. নগদ নম্বর: ০১৭১০-২৯৫৩১১

 

ভোরের আকাশ/রন

মন্তব্য