গাইবান্ধা

প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধায় আবাসিক, অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রি-পেইড মিটারে চরম আপত্তি জানিয়েছে জনগণ। এ বিষয়ে প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্রি-পেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ হয়।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধা এমনিতেই অনুন্নত এলাকা, এখানে গরিব লোকের বসবাস বেশি। এ অবস্থায় বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। কারণ প্রতি রিচার্জে হাজারে ২৪০ টাকা, মিটার ভাড়া ৪০ টাকাসহ ডিমান্ড ও সারচার্জ কাটা হবে।

বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকের বিদ্যুৎ বিল কখনই বকেয়া থাকে না, বকেয়া থাকে সরকারি-আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোর। বক্তারা প্রি-পেইড মিটার সংযোগ প্রকল্প থেকে গাইবান্ধাকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।

ডিজিটাল প্রি-পেইড মিটার প্রতিরোধ কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও অ্যাড. ফারুক কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, কুলি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, দলিল লেখক সমিতির জেলা সভাপতি মোস্তা মল্লিক, নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, শ্রমিক নেতা কাজী আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. শাহনেওয়াজ খান, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক প্রমুখ।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য