প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর আয়োজনে ফেনীর ছাগলনাইয়ার জঙ্গলমিয়া বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শনিবার (২১ ডিসেম্বর) প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কর্মকর্তা (এসএমই ও কৃষিঋণ বিভাগ) আসিফ খানের সভাপতিত্বে এবং প্রিমিয়ার ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মো. শহীদুল আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক (চট্টগ্রাম)-এর যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম।
এতে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস এবং সফল কৃষি উদ্যোক্তা রবিউল হক চৌধুরী।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ফেনী শাখার উপ-ব্যবস্থাপক ফখরুল ইসলাম, অফিসার আবদুল্লাহ আল মামুনসহ এলাকার কৃষাণ-কৃষাণীগণ।
অনুষ্ঠানে মোট ৩০০ জন প্রান্তিক কৃষককে চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বলেন, ‘দেশের সমস্ত জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ক্ষুদ্রঋণের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলায় রূপান্তরিত হবে। প্রিমিয়ার ব্যাংক বর্তমানে সেই কাজই করে যাচ্ছে। পাশাপাশি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষি উৎপাদন বাড়াতে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি প্রিমিয়ার ব্যাংক দেশব্যাপী কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণে ভূমিকা রেখে যাচ্ছে।’
ভোরের আকাশ/রন
মন্তব্য