রাজবাড়ীর গোয়ালন্দ

চোরাই ডিজেলসহ দুইজন আটক

রাজবাড়ী প্রতিনিধি
চোরাই ডিজেলসহ দুইজন আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১,৪০০ লিটার চোরাই ডিজেলসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মজিদ শেখের পাড়ার মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) এবং নাছির সরদার পাড়ার সাত্তার ব্যাপারীর ছেলে মো. হাবিল ব্যাপারী (৩২)।

শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে দৌলতদিয়া ২ নম্বর ফেরি ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ফরিদপুর অঞ্চলের নৌ-পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে এসআই মাসুদ আলম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান চালান।

অভিযানে একটি পুরোনো ট্রলার থেকে ৭টি ব্যারেল ভর্তি ডিজেল জব্দ করা হয়। প্রতিটি ব্যারেলে ২০০ লিটার করে মোট ১,৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের অফিসার ইনচার্জ জানিয়েছেন, জব্দকৃত ডিজেল এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নৌ-পুলিশের এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চোরাচালান কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে।

এ ধরনের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতাও অপরিহার্য বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য