যে বয়সে বাড়ির আঙ্গিনায় খেলাধুলার সঙ্গে সঙ্গে ক্লাসের পাঠ্য বই নিয়ে স্কুলে ছুটবে, সেই বয়সে জিহ্বা সামাল দিতে হিমশিম খাচ্ছে ১২ বছরের জুবায়ের আল মাহমুদ। কথা বলা, খাওয়া-ঘুম থেকে শুরু করে হাঁটাচলায় জিহ্বা নিয়ে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে তাকে। আর সারাক্ষণ জিহ্বার উপর একটি তোয়ালে দিয়ে আটকে রাখায় খাবারের স্বাদও ভুলতে বসেছে শিশুটি। জুবায়ের এবং তার পিতাসহ পরিবারের সদস্যরা দেশ-বিদেশের সকল মানুষের কাছে বেঁচে থাকার আকুতি জানিয়েছে।
পিরোজপুর জেলার নেছারাবাদ ইউনিয়নের ছারছিনা দরবার শরীফের পেছনে আমিনুলের বাড়ি। পরিবারের তিন ছেলের মধ্যে জুবায়ের বড়। জুবায়েরের পিতা বলেন, জন্মের পর থেকেই জুবায়েরের জিহ্বা সমানে বের হয়ে থাকত। এভাবে বেড়ে উঠতে থাকে জুবায়ের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জিহ্বাও বেশি বের হতে থাকে। এরপর বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিলেও সঠিক কারণ কোনো চিকিৎসক জানাতে পারেননি।
এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে শুরু হয় জুবায়েরের চিকিৎসার পালা। চার বছর বয়স থেকে ২০ জন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। সেখান থেকে জানা যায়, এটি একটি বিরল রোগ। এ রোগের নাম রক্তনালী টিউমার। সেখান থেকে জিহ্বা কেটে ফেলারও সিদ্ধান্ত হয়। তাতে বোবা হয়ে বেঁচে থাকতে পারবে জুবায়ের। কিন্তু পিতামাতা তা মেনে নিতে পারেননি।
বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, ভারতের ভেলোরে এ রোগের চিকিৎসা সম্ভব। এরপর ফাস্টফুডের দোকান থেকে শুরু করে বসতভিটা বাদে যা ছিল সব জমি বিক্রি করে ছেলেকে নিয়ে যান ভারতের ভেলোরে। সেখানে গিয়ে ১৬ লাখ টাকা খরচ করেও সমাধান মেলেনি। টাকা শেষ হলে ফিরে আসেন দেশে।
এখন বাইরে এ চিকিৎসার জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু কোনো টাকা নেই তাদের কাছে। পাঁচ সদস্যের পরিবারের তিনবেলা খাবার জোগাতে অটো চালানো শুরু করেছেন আমিনুল। সেখান থেকে একটি টাকাও জুবায়েরের পেছনে ব্যয় করতে পারেন না। এ জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।
স্থানীয় এবং বিভিন্ন মাধ্যমে যা সাহায্য আসে, তা দিয়ে জুবায়েরের ওষুধের খরচ বহন করছেন। দৈনিক ভোরের আকাশকে আমিনুল বলেন, চিকিৎসকরা জুবায়েরের জিহ্বা কেটে ফেলার জন্য বলেছিলেন। কিন্তু আমার ছেলেটা বোবা হয়ে বেঁচে থাকবে, এটা আমরা চাই না। এ জন্য বসতভিটাটুকু রেখে সব জমি বিক্রি করে দিয়েছি। দেশে কোটি কোটি মানুষ রয়েছে। তারা যদি সামান্য সহযোগিতা করে, তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি আমিনুল।
জুবায়েরও তার চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য চেয়েছে। জিহ্বার জন্য খাওয়া থেকে শুরু করে খেলাধুলা, ঘুম—কিছুই করতে পারে না। সব সময় জিহ্বা ঢেকে রাখায় তার খুব সমস্যা হয়। এটা বহন করতে পারছে না। এ জন্য সকলের কাছে সাহায্য চায় জুবায়ের।
এ ব্যাপারে বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের সাথে কথা হলে তিনি বলেন, গণমাধ্যমে তিনি জুবায়েরের বিরল রোগের বিষয়টি জানতে পেরে তাকে সহায়তা করার জন্য অফিসে ডেকে এনেছেন। অফিসে আসার পর কর্মকর্তা-কর্মচারীরাও জুবায়েরের অবস্থা দেখে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে বন্ধুদের নিয়ে গড়ে তোলা ইভেন্ট-৮৪ থেকেও তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া পিরোজপুরে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে। তারা জুবায়েরকে আর্থিক সহায়তা প্রদান করবেন। বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ দেশবাসীকে আর্থিক সহায়তা করার অনুরোধ জানান।
জুবায়ের এর পিতা আমিনুলের সাথে যোগাযোগের নাম্বার:- ০১৭৫৩-৮৫৬৯৭৬
ভোরের আকাশ/রন
মন্তব্য