রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. আলাই মন্ডল (৩৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার হানু মন্ডলের ছেলে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এসআই মো. জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলাধীন যৌনপল্লীর (পূর্বপাড়া) রতন সরদারের বাড়ির উত্তর পার্শ্বে পাকা রাস্তার (রতন সরদারের গলি রাস্তা) উপর থেকে মাদককারবারি আলাই মন্ডলকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য