শেরপুরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল উদ্দিন নামের ষাটোর্ধ এক ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। (২২ ডিসেম্বর) রবিবার বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পাকুল্ল্যা উত্তর এলাকার আজাহারুলের ছেলে ঘোড়া ব্যবসায়ী মো. মজনু মিয়া (৩৫)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে সাথে শেরপুরগামী একটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত ও আহত দুই ব্যক্তিই ঘোড়া ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় আরো একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, দুর্ঘটনার স্বীকার ট্রলি ও মোটরসাইকেল থানায় আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য