ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি ও অন্যান্য নৌযান চলাচল শুরু হয়। এর আগে, রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত থেকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে।
রাত ১২টার দিকে পুরো নৌপথ কুয়াশার চাদরে ঢেকে যায়, ফলে দৃষ্টিসীমার বাইরে চলে যায় নৌপথের মার্কিং বাতি। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি লোড অবস্থায় অপেক্ষায় থাকতে হয়, যা যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান বলেন, “কুয়াশার ঘনত্ব কমে আসার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি এই নৌপথে চলাচল করছে।”
ভোরের আকাশ/রন
মন্তব্য