বরিশাল

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর আধুনিক সভাকক্ষ উদ্বোধন ও বৃক্ষরোপণ

বরিশাল ব্যুরো
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর আধুনিক সভাকক্ষ উদ্বোধন ও বৃক্ষরোপণ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন চৌধুরী বরিশাল জেলা কার্যালয়ের নবনির্মিত আধুনিক সভাকক্ষের উদ্বোধন করেছেন।

গত রবিবার (১৯শে ডিসেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে তিনি বরিশাল জেলা কার্যালয়ে উপস্থিত হন। সভাকক্ষের উদ্বোধন শেষে তিনি কার্যালয়ের চত্বরে মিষ্টি মাল্টা ও বকুল ফুলের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলরাম কুমার মন্ডল, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা এবং বরিশাল জেলা ও সার্কেল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে, প্রধান প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন চৌধুরী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল সার্কেলের নির্বাহী ও সহকারী প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেন। এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলরাম কুমার মন্ডল।

সভায় প্রধান প্রকৌশলী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন এবং প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য