পিরোজপুরের নাজিরপুরে

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের বর্ধিত সভা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের বর্ধিত সভা

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গত ২২ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. বাহাদুর শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. লিটন খান।

এতে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান হাজরা টিপু ও মো. তাওহীদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন। এ সময় উপস্থিত ছিলেন মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাজেদুল কবীর রাসেল, দপ্তর সম্পাদক মো. রিয়াজ মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান ও মো. মিজানুর রহমান শরীফ।

ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারেক আবদুল্লাহ বাপ্পি, এবং ছাত্রদল নেতা ফয়সাল, রায়হান প্রিন্স, জোবায়ের মোল্লা ও মাঈনুল ইসলাম মঈন। এছাড়া উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য