সুনামগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রত্যয়ে জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ কর্পোরেট শাখার অধীনে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে শাখার নীচে একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এটিএম বুথ উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি সিলেট বিভাগের মহা ব্যবস্থাপক লিটন রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, এরিয়া অফিস সুনামগঞ্জের উপ-মহাব্যবস্থাপক রঞ্জিত লাল সোম, সুনামগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ফনী ভূষন আচার্যসহ এরিয়া অফিস ও শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: জনতা ব্যাংকের সকল শাখার গ্রাহকগণ এই এটিএম বুথের সুবিধা গ্রহণ করতে পারবেন। তাছাড়া ও NPSB ভূক্ত বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকগণও এ সুবিধা ভোগ করতে পারবেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য