পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান আশুতোষ বেপারী ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার, ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মা ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের পরিবার জানান, স্ট্রোকজনিত কারণে তিনি কয়েকদিন যাবৎ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তবে তার মরদেহ এখনও নিজ বাড়িতে এসে পৌঁছায়নি বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য