সাভারের আশুলিয়ায় নিখোঁজের ছয় দিন পর একটি বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি ফাঁকা মাঠের পাশে ঝোপের মধ্যে একটি গাছে গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি স্মরণিকা বহুমুখী প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় একজন ব্যক্তি রান্নার লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন।
নিহত যুবকের নাম মো. শুভ (১৮)। তিনি যশোর জেলার কোতয়ালী থানার ভগমতিতলা গ্রামের এরশাদ আলীর ছেলে। শুভ ধামরাই থানার ইসলামপুর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন এবং নিরিবিলি ফাল্গুনী হাউজিং এলাকার নিউ মিঠু বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে ছয় মাস ধরে কাজ করছিলেন।
গত ১৮ ডিসেম্বর সকালে বিড়ি কোম্পানি থেকে নিজের সাইকেল নিয়ে কাজে বের হন শুভ। সেদিন দুপুর ২টার দিকে সর্বশেষ তার মায়ের সঙ্গে কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ ছিল এবং তিনি নিখোঁজ হন। পরদিন তার বাবা এবং কোম্পানির ব্যবস্থাপক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার দুপুরে তার মরদেহের খোঁজ মেলে।
পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে জানায়, নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মোবাইল পাওয়া গেলেও সাইকেলটি পাওয়া যায়নি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। শুভর মরদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।
নিহতের বাবা এরশাদ আলী বলেন, "আমার ছেলে খুবই শান্ত ও ভদ্র ছিল। সে কোনো নেশাদ্রব্য গ্রহণ করত না। তার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নেই।"
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, "স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি অন্যকিছু, তা এখনই বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত ঘটনা জানা যাবে। দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনে আমরা কাজ করছি।"
ভোরের আকাশ/রন
মন্তব্য